1. admin@pressbd.online : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সুপারের বিদ্যালয় পরিদর্শন : শিক্ষার্থীদের ডিজিটাল আসক্তি ও ট্রাফিক সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা গুইমারায় উপজেলা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত  জাল দলিল চক্রের ছত্রছায়ায় সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান: মোটা অঙ্কের ঘুষে চিরিরবন্দরে বদলি! সুন্দরবনের উপকূলীয় লবণাক্ত পতিত জমিতে কোটি কোটি টাকার মিষ্টি তরমুজ চাষ কৃষকের মুখে হাসির ঝিলিক বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, আটক ২ বন্দরে ৩১ দফা দাবি বাস্তবায়নে তারেক রহমানের নির্দেশনায় মুছাপুর ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত  মাটিরাঙ্গা মাহা সাংগ্রাই উপলক্ষ্যে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন সেনহাটী ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বি এন পি দ্বি-বার্ষিক সম্মেলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রূপগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ ॥ লিফলেট বিতরণ হিলি দিয়ে ২.৬৭ লাখ মেট্রিক টন চাল আমদানি শেষে বন্ধ হচ্ছে দ্বিতীয় দফা চাল আমদানি 

ফেনীর লেমুয়াতে জামায়াতের ওয়ার্ড সম্মেলন ‘আ.লীগ পুরো দেশকে ধ্বংস করেছে’

  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৮ বার পাঠ করা হয়েছে
 ফেনী প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনীর সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ কখনো গণমানুষের দল ছিল না, তারা সবসময়ই ধ্বংসকারী দল। শেখ মুজিবের আমলে মানুষ দুর্ভিক্ষে মারা গেছে, শেখ হাসিনা দেশের অর্থনীতি ধ্বংস করেছে। এভাবে তারা পুরো দেশকেই ধ্বংস করেছে।  লেমুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, এ দেশ গরীব না। এ দেশেকে লুট করেছে আওয়ামী লীগ। বিগত ১৫ বছরে সব জনপ্রতিনিধি ছিল ভুয়া। আওয়ামী লীগ সবসময়ই ধ্বংসকারী দল, তারা গণমানুষের দল ছিল না। লিয়াকত আলী ভূঁইয়া বলেন, আমাদের কাছে ব্যক্তির চাইতে দল বড়, দল থেকে দেশ বড়। জামায়াত ইসলামী দেশকে কল্যাণ করার জন্য কাজ করছে? ধর্মীয় রাজনীতি নয়, সব ধর্মের মানুষের জন্য জামায়াত ইসলামী কাজ করছে। ‘আ.লীগ পুরো দেশকে ধ্বংস করেছে’ জামায়াতের ফেনী জেলার নতুন সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম বলেন, জামায়াত ইসলামী ইসলামের দাওয়াত দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এটি সারা বিশ্বের মানুষের। জামায়াত ইসলামীর রাজনীতি হলো মানুষকে দাওয়াত দেওয়া। জামায়াত ইসলামী দেশ গঠনে ভূমিকা রাখতে গিয়ে ৩ জন মন্ত্রী সততার সাক্ষর রেখেছিল। আওয়ামী লীগ জামায়াত ইসলামীকে ভয় পায় কারণ জামায়াত সততার পথে চললে দেশের মানুষের পছন্দের দল হয়ে উঠবে। আওয়ামী লীগকে কখনওই মানুষ ভোট দেয়নি। সবসময়ই তারা স্বার্থ ও চুরির মাধ্যমে ক্ষমতা এসেছিল। ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি মো: জহিরুল আলম নিপুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমির মুন্সী কামরুল ইসলাম ও আইবিডব্লিওএফ সদর উপজেলার সভাপতি ডা. ফয়েজ আহমেদ। ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার প্রকাশনা সম্পাদক জাহিদ হোসেন ও লেমুয়া ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসেনের যৌথ সঞ্চালনায় এতে জামায়াত ইসলামী লেমুয়া ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি