পটিয়া চট্টগ্রাম সংবাদদাতা: আদব, বিনয় আর প্রেমের দরবার মাইজভান্ডার শরীফ। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ‘র ৯৬ তম পবিত্র খোশরোজ শরীফের হাদিয়ার টাকা দিয়ে দিলেন চট্টগ্রামের পটিয়া মঠপাড়া তৈয়্যবিয়া জামে মসজিদ নির্মাণ কাজে। এছাড়াও ২ জন হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিবছর ১০ই পৌষ ২৫শে ডিসেম্বর মাইজভান্ডার গাউছিয়া হক মঞ্জিলে বিশ্বঅলি শাহানশাহা হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর খোশরোজ শরীফ পালন করে আসছে। এই খোশরোজ শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয় হক মঞ্জিলে। এইদিন উপস্থিত হতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। আগত ভক্তদের দরবারে হাদিয়া নিয়ে আসা ও দেওয়া সম্পূর্ণ নিষেধ করেন মাইজভান্ডারী গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ হাসান মাইজভান্ডারী (মওলা হুজুর)। এতে তিনি হাদিয়া বিহীন ওরশ পালনের উদাহরণ সৃষ্টি করেন। তিনি বলেন, দরবারে হাদিয়া না নিয়ে সে অর্থ সমাজের দরিদ্র ও অসহায়ের মাঝে যেন দান করে এছাড়াও ওরশের দিন দরবারে উপস্থিত না হয়ে এলাকায় এলাকায় মানবিক কর্মকান্ডে নিয়োজিত থাকতে বলেন ওনার দেওয়া এই বাণী পালনের লক্ষ্যে বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্ব সমাদৃত ত্বরিকা “ত্বরিকায়ে মাইজভান্ডারীয়া” প্রবর্তক গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ) ‘র প্রপৌত্র মাইজভান্ডারী ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র, মারজাল বাহারাইন, মাজমাউল বাহারাইন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ‘র পবিত্র খোশরোজ উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি পটিয়া আজিমপুর শাখার পক্ষ থেকে মঠপাড়া তৈয়্যবিয়া জামে মসজিদে ২২টি সিমেন্ট ও ২ জন হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মফিজ উদ্দিন ও শহিদুল আলম। আজিমপুর শাখার সভাপতি সাধারণ সম্পাদক ও মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ সহ আরো অনেকে।
Leave a Reply