তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ মিথ্যা মামলার নোটিশ, মিথ্যা অভিযোগ, হয়রানি, প্রাণ নাশের হুমকি, শ্রমিকদের ওপর হামলা ও বেতন পরিশোধ না করায় ফুলপুরের বওলা বাজার ব্যবসায়ী আইডিয়াল অটো এন্ড ব্যাটারী হাউসের ফ্যাসিবাদি মালিক মোস্তাকিম বিল্লাহ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বওলা বাজারে ২৬শে এপ্রিল শনিবার বিকালে সকল ভুক্তভোগী শ্রমিক, অভিভাবক ও সচেতন মহল এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনটি করেন। উক্ত মিছিলটি বওলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শেখানেই শেষ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রায়ই দেড় ঘন্টা। ভুক্তভোগী হানিফ শেখের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের ভুক্তভোগী সেলস অফিসার সেলিম মিয়া(২৫), ইমামুল, ফারুক, মানিক ও কুদ্দুস সহ অনেকেই। এ সময় বক্তব্যে বলেন, মিথ্যা এবং বানোয়াট ভাবে আমাদের ৬ জনের উপর এডভোকেট ধারা নোটিশ জারি করেন। আওয়ামী লীগের রাজনীতি করে ক্ষমতার দাপটে এতোদিন হুমকিতে এবং কাজের চাপে রাখবেন। বেতন বাতাও ঠিক মতন দিতেন না। সেজে আওয়ামী লীগের দাপটে চলতেন আপনারা উক্ত মানববন্ধন এর প্রদর্শিত ছবিতে দেখতে পারছেন। পাশাপাশি কাস্টমারদেরকেও তিনি জুলুম জবরদস্তি করে টাকা এবং ব্যাটারি ছিনিয়ে নিতেন। উনার সরাসরি স্টেটমেন্ট ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে। এসময় স্থানীয় সচেতন মহল বলেন, এলাকার সহজ সরল মানুষের উপর যেন কোন প্রকার মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার না হয় সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। জানা গেছে, উপজেলার বওলা গ্রামের মমরুজ আলী ফকিরের ছেলে স্থানীয় আইডিয়াল অটো এন্ড ব্যাটারী হাউস এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাকিম(২৭) এডভোকেট আব্দুল্লাহ আল নাঈমের মাধ্যমে নোটিশ পাঠায় অত্র প্রতিষ্ঠানের শ্রমিকদের যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি শ্রমিকদের। উক্ত বিষয়ে আইডিয়াল অটো এন্ড ব্যাটারী হাউস এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাকিম এর সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেও উনাকে পাওয়া যায়নি।
Leave a Reply