বন্দর প্রতিনিধি: স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সরকারের সর্বোচ্চ পর্যায়ের পরোক্ষ ও প্রত্যক্ষ সহযোগিতায় নারায়ণগঞ্জে সন্ত্রাসের রাজত্ব করেছেন ওসমান পরিবার। তেমনি তাদের হয়েও বন্দরে একক ত্রাসের রাজত্ব করেছেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন দুলাল প্রধানের। তার প্রধান সহযোগী হিসেবে আনোয়ার হোসেন ও ভূমিদস্যু তানভীর আহমেদ সোহেল পুরো অপরাধ জগত নিয়ন্ত্রণ করেছেন। মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা- থেকে শুরু করে এমন কোন কাজ নেই তারা করেনি। মূলত: ওসমান পরিবারের রাজনৈতিক ছায়াতলে থেকে বিশাল সন্ত্রাসী বাহিনী দিয়ে বন্দরের অপরাধ জগত হাতের মুঠোয় রেখেছিলেন। এদের থেকে বাদ যায়নি অসহায় বহু পরিবার। এর মধ্যে রয়েছে ৬৫ বছর বয়সী বৃদ্ধ বিধরা নারী, তাদের জমিও দখল করে রেখেছে। গত ৫ আগস্টের পূর্বে আজমেীর ওসমানের সহযোগী আনোয়ার হোসেন, মাদক স¤্রাট সাইফুউদ্দিন আহমেদ দুলাল প্রধানের সহযোগী ভূমিদস্যু তানভীর আহমেদ সোহেল ছিল খুবই ঘনিষ্ট। তাদের অত্যাচারে এলাকায় বহু মানুষ ঘরবাড়ি, জায়গা জমি হারিয়েছে এবং সেই সঙ্গে এলাকা ছাড়তে হয়েছে নিরীহ অনেক মানুষকে। তবে আদালতে মামলা করেও পায়নি কোন সুরাহা। বিশেষ করে তানভীর আহমেদ সোহেলের স্ত্রী সায়মা, সোহেলের বোন রাসাও নিরীহ পরিবার গুলোকে নানা ভাবে অত্যাচার করতো। তাদের অত্যাচারে আশেপাশের মানুষগুলোও ঠিক মত থাকতে পারতো না। গত ৫ আগস্টের পরে স্বৈরাচার সরকার পতনের পর কিছু দিন পালিয়ে থাকার পর আবারও প্রকাশ্যে আসে আজমেীর ওসমান ও দুলাল প্রধানের সহযোগী আনোয়ার হোসেন ও ভূমিদস্যু তানভীর আহমেদ সোহেল। পূর্বের অপরাধ কর্মকা- চালিয়ে যাচ্ছে প্রকাশ্যে এবং মাদক ব্যবসাও নিয়ন্ত্রণ করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার আমলেও তাদের অত্যাচারে মানুষ ঠিক মত থাকতে পারতো না, আওয়ামীলীগ যাওয়ার পরও তাদের ক্ষমতা যেনো আরো বেড়েই চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ রওশনবাগ এলাকার মৃত গিয়াস উদ্দিন বাদলের ছেলে তানভীর আহমেদ সোহেল ও বোন জামাই নবীগঞ্চ উত্তরপাড়া বালুর মাঠ এলাকার আনোয়ার হোসেন। বিগত সময়ে আজমেীর ওসমান ও সাইফুউদ্দিন আহমেদ দুলাল প্রধানের ঘনিষ্ট হয়ে নানা অপরাধ কর্মকান্ড করেছে। বিধবা নারী জমি দখল, খারা দলিল করে মানুষের জায়গা বিক্রি সহ চাঁদাবাজি করেছে যা বন্দরবাসী সকলে অবগত রয়েছেন। সেই সঙ্গে জমি দখল, মারধর সহ তাদের বিরুদ্ধে বন্দর থানায় অভিযোগও দায়ের করেও প্রশাসনের কোন সহযোগিতা পাননি। ফ্যাসিস্ট আওয়ামী দোসর আনোয়ার হোসেন ও ভূমিদস্যু তানভীর আহমেদ সোহেলকে গ্রেফতার করতে জোরর দাবি জানান স্থানীয় অসহায় পরিবার গুলো।
Leave a Reply