শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা। পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান কাজীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর তথ্য প্রকাশের জের ধরে ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা শনিবার বেলা ১২টার দিকে নতুন বাজার এলাকয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।মানববন্ধনে পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান কাজী, বিএনপি নেতা কঞ্চন শরীফ, এইচ এম আনিছুল ইসলাম মিন্টু, মশিউর হাওলাদার, দুলাল ভান্ডারী, ইদ্রিস আলী শরীফ, নজীর খান, ইসমাইল হোসেন, চানমিয়া হাওলাদার ও সরকার মিজানুর রহমান লিটন বক্তৃতা করেন।বক্তারা বলেন, ‘পঞ্চকরন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শাহীন হাওলাদার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখনও আওয়ামী লীগের ওই দোসর শাহীন হাওলাদার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। যা আদৌ সত্য নয়’। বক্তারা শাহীন হাওলাদারকে দ্রæত গ্রেফতারের দাবি জানিয়ে নতুন বাজার এলাকায় মিছিলও করেন। এ ব্যাপারে ইউপি সদস্য শাহীন হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি গভীর ষড়যন্ত্রের শিকার।
Leave a Reply