নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও: ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত কক্সবাজারের ঈদগাঁওয়ের জিয়াউর রহমানের জানাজা সম্পন্ন হয়। রাতে তার লাশ বাড়িতে এসে পৌঁছে। ১০ দিন আগে তিনি তার পরিচালনাধীন শ্রমিক দের জন্য নাস্তা নিয়ে যাবার সময় এ দুর্ঘটনার শিকার হন। এক সপ্তাহ আইসিইউতে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত জিয়াউর পেশায় নির্মাণ শ্রমিকদের ঠিকাদার ছিল। তিনি ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের জাগির পাড়ার মরহুম খোরশেদ আলমের পুত্র। দুই সন্তার-সন্ততির জনক। সোমবার সকাল দশটায় জানাযা অনুষ্ঠিত হয়। এদিকে গতকাল সৌদি আরবে কাজ করাকালে ৬ তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার লেদু মিয়া। তিনি মৃত আমির হোসেনের পুত্র। আহতের শ্যালক আজিজুল হক জানান, তার মেরুদন্ড ও বুকে গুরুতর আহত হয়েছেন।
Leave a Reply