মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বান্দরবান গোরস্থান জামে মসজিদে মাগরিবের নামাজের পরে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান এর ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, আব্দুল্লাহ মাওয়াজ সানিম। এসময় বক্তারা বলেন, আমাদের মহান স্বাধীনতাকে প্রকৃতভাবে অর্থবহ করে তুলতে এবং বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ২০২৪ সালে ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার অভ্যূত্থানের চেতনা ও আদর্শকে লালন করে আমাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। চব্বিশের অভ্যূত্থানে যেসব ছাত্র-জনতা আত্মত্যাগ করেছে, যারা আহত হয়েছে তাদের এই ত্যাগের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সবাইকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্বপালনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ বিপুল সম্ভাবনার দেশ, ছাত্র-জনতার বিপ্লবের আদর্শে বাংলাদেশ এগিয়ে যাবে।’’আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply