যশোর জেলা প্রতিনিধি: যশোরের সদর উপজেলা থেকে কে এম রফিকুল(২৭), নামের এক যুবককে তার সাবেক স্ত্রী কর্তৃক অপহরণ করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত ১৭ ডিসেম্বর (রবিবার) বিজ্ঞ আদালতে ওই যুবকের মা সদর উপজেলার হামিদপুর চানপাড়া গ্রামের কে এম আঃ রাজ্জাকের স্ত্রী উম্মে হাবিবা বাদি হয়ে ২ জনের নাম উল্লেখসহ ৭/ ৮ জনের নামে মামলাটি করেছেন, যার মামলা নং ৪৯২৫/২৪ ধারা ৩৬৪/৩৬৫/১০৯/৫০৬(২) দঃ বিঃ। মামলা সূত্রে জানা গেছে, ২নং আসামীর সহিত ভিকটিমের ১৪/০৪/২০২৪ ইং তারিখ রেজিঃ তালাক হয়। উক্ত ভিকটিম কর্তৃক স্ত্রীকে তালাকের কারনে তালাক প্রাপ্ত স্ত্রী ২নং আসামী এবং তার পিতা ১নং আসামী সহ অজ্ঞাত নামা ৭/৮ জন আসামী পারস্পারিক যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ভিকটিমকে অপহরন সহ খুন করিবার হুমকি দিয়ে আসছিলো। ফলে গত ইং ০৪/১১/২০২৪ ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় আমার ছেলে ভিকটিম কে এম রফিকুল ইসলাম(২৭) বাসা থেকে প্রয়োজনীয় কাজে হামিদপুর মোড় এলাকার উদ্দেশ্যে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা ১ ও ২নং আসামী সহ অজ্ঞাত ৭/৮ জন আসামীরা আমার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাইক্রো বাসে করে জোর করে তুলে নিয়ে যায়। এবং খুন করিবার উদ্দেশ্যে অপহরন করে নিয়ে যায়। এসময় দুষ্কৃতকারীরা আমার ছেলেকে অপহরণ করে নিয়ে পশ্চিম দিকে দ্রুত বেগে চলে যায়। তারপর থেকে আমার ছেলে ভিকটিমকে সম্ভাব্য সকল স্থানে খুঁজাখুঁজি করে না পেয়ে যশোর কোতয়ালী থ্যায় সাধারণ ডায়েরি করি। যার জিডি নং ৪৫০ তারিখ ৭/১১/২০২৪ ইং। ওই ঘটনা হামিদপুর মোড় এলাকার অনেক লোক দেখেছে। দীর্ঘদিন যাবৎ আমার ছেলেকে খোঁজ করে না পেয়ে ঘটনার তারিখে যশোর কোতয়ালী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা করায় পরামর্শ দেয়। ওই ঘটনার তারিখে অর্থাৎ ০৪/১১/২০২৪ ইং তারিখে ১ ও ২নং আসামী সহ অজ্ঞাতনামা ৭/৮ জন আসামীরা আমার ছেলে ভিকটিম কে এম রফিকুল ইসলাম (২৭) কে খুন করার উদ্দেশ্যে অপহরন করে অজ্ঞাতনামা স্থানে আটক করে রেখেছে। মামলার আসামিরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগজ্ঞ উপজেলার চাপোড় গ্রামের পিতা অ বিজ্ঞত আইনুল ইসলাম(৫৫), ও একই গ্রামের আইনুল ইসলামের মেয়ে মোছাঃ নুরি আক্তার(২০)। বিজ্ঞ আদালত মামলাটি গ্রহন করে আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করার আদেশ দিয়েছেন।
Leave a Reply