খুলনা ব্যুরো — খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক খুলনাঞ্চল ও রাজধানী টিভির রিপোর্টার আরাফাত হোসেন রাজু চিকিৎসক কর্তৃক হামলার শিকার হয়েছেন। একই সঙ্গে সাতক্ষীরার তালা উপজেলায় কালের কণ্ঠের প্রতিনিধি টিপু সুলতানকে ভ্রাম্যমাণ আদালতে ‘অন্যায়ভাবে’ সাজা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি। সোমবার (২৮ এপ্রিল) পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সাংবাদিকরা সংবাদের স্বার্থে যেকোনো স্থানে তথ্য সংগ্রহের অধিকার রাখেন। তাদের পেশাগত স্বাধীনতায় বাধা দেওয়া মানেই মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। তারা আরও বলেন, সাংবাদিকদের বাধাগ্রস্ত করার মাধ্যমে অপরাধীরা প্রকৃত তথ্য আড়াল করতে চায়। বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল একটি উন্মুক্ত স্থান হলেও সেখানে ক্যামেরা হাতে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তথ্য সংগ্রহে বাধা ও হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে, সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির, সিনিয়র সহসভাপতি মো. নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক শিশির রঞ্জন মল্লিক, প্রচার সম্পাদক মো. শামীম হোসেন, নির্বাহী সদস্য আবু হেনা মোস্তফা জামাল পপলু, সাংবাদিক মো. হাবিবুর রহমান, মেহেদী মাসুদ খান, এস এম মাহবুবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে প্রতিবাদ জানান।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যদি হামলা ও হয়রানির ঘটনার সুষ্ঠু বিচার না হয়, তবে ভবিষ্যতে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
Leave a Reply