আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:-ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কবি মোঃ শাহ্ জামান চিশতী বিশ্বব্যাপী শান্তির বার্তা দিয়ে মানবতা বর্জিত নেতৃত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “আল্লাহর বিধানই বিশ্ব শান্তির একমাত্র পথ। তা না মানলে দুনিয়াজুড়ে অশান্তি ছড়িয়ে পড়বে।”তিনি আরও বলেন, “ত্যাগ ছাড়া নেতৃত্ব মানবতার পরিপন্থী। পীর-মুর্শিদ বা শায়েখদেরও নিজ চারিত্রিক বৈশিষ্ট্য সংশোধন করতে হবে। সকলকে মানবতার পথে ফিরে আসতে হবে।”জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিজ নিজ ধর্মমতে সৎ কর্ম করি, মানুষে মানুষে মিল গড়ি, দাঙ্গা-হাঙ্গামা, হিংসা ও যুদ্ধ পরিহার করি। সৃষ্টিকর্তাকে ভয় করি, মানবতা প্রতিষ্ঠা করি।”তিনি সকলের প্রতি শান্তিপূর্ণ বিশ্ব গঠনের আহ্বান জানিয়ে বলেন, “শান্তি চাইলে মানবতার পথে আসতেই হবে। এর কোনো বিকল্প নেই।”
Leave a Reply