মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে আমতলীপাড়া মাস্টার মোঃ আব্দুল হাই প্রাথমিক বিদ্যালয় ও মাষ্টার মোঃ আব্দুল হাই উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান। নানা আয়োজনে মধ্যে দিয়ে বিদ্যালয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দুইদিন ব্যাপী উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় পাঠশালার শিক্ষার্থীরা। ক্রীড়া প্রতিযোগিতার ২০টি ইভেন্টের মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, স্কিপিং দৌড়, মোরগ লড়াই, বল নিক্ষেপ, স্মৃতি শক্তি,হানদ-নাত,জাতীয় সংগীত, কিরাত, নৃত্য, গজল, গীতাপাঠ, কবিতা আবৃতি, অভিনয়, চিত্রাংকন পরীক্ষা ইত্যাদি। অতিথিরা মাঠে চারপাশে কবি জসিম উদ্দিন হাউজ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হাউজ,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউজ,নগর কবি শামসুর রাহমান হাউজ শুভ উদ্বোধন করেন। আগামীকাল ১২ ফেব্রুয়ারী বিদ্যালয় মাঠে বিজয় শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ করা হবে। বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, চকরিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আনছারুল ইসলাম বাবুল মিয়া, উদ্বোধক হিসাবে বরইতলী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো.জালাল আহমদ সিকদার, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ এমরান, প্রফেসর আফসারুজ জামান, সমাজসেবক ছদরুল আমিন চৌধুরী,বরইতলী ইউনিয়ন বিএনপি সভাপতি মঈনুল ইসলাম, শিক্ষানুরাগী মো. আব্দুল জলিল কোম্পানি, বিদ্যালয় পরিচালক খালেদা সোলতানাবানু, বরইতলী উচ্চ বিদ্যালয় শিক্ষক আবু ছিদ্দিক, মোহাম্মদ সাজ্জাদ, দক্ষিণ বরইতলী সরকারি বিদ্যালয় শিক্ষক আব্দুর রহিম ও বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী’সহ প্রমুখ৷ সভাপতিত্ব করেন: প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ সঞ্চালনায় করেন শিক্ষক মোহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠানে বিজয় শিক্ষার্থীরা জানান, খেলায় অংশ নিয়ে অনেক আনন্দ পেয়েছি। আর পুরস্কার পেলে আরও ভালো লাগবে। প্রতি বছর এ ধরনের খেলাধুলার আয়োজন করায় প্রিয় শিক্ষক ও বিদ্যালয় পরিচালকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অতিথি আব্দুল জলিল কোম্পানি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ফাইতং ইউনিয়নে এ’বিদ্যালয় ইতোমধ্যেই সকলের নজর কেড়েছে। আশা করছি সামনের দিনে আরও ভালো করবে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক দুটোরই প্রয়োজন আছে। খেলাধুলা ও সাংস্কৃতি মন ও স্বাস্থ্য ভালো রাখে। এছাড়াও বর্তমানে ভার্চুয়াল জগত থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি আনছারুল ইসলাম বাবুল মিয়া’ সহ আগত অন্যান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় মনোযোগী হতে ‘সুস্থ দেহ সুস্থ মন’ অর্থাৎ শরীর চর্চার মধ্য দিয়ে মনকে সুন্দর ও সবল রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করার কথা বলেন তাঁরা। এ ছাড়াও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এ পুরস্কার, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তকারী পুরস্কার’ প্রদান করা হেয়েছে এবার। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাংস্কৃতিক নানা আয়োজন ও উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
Leave a Reply