তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধি।ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২৮শে নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর বাসস্ট্যান্ড ও আমুয়াকান্দ বাজারের কাঁচা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। এ সময় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, সয়াবিন তেলের মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৫টি মুদি ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্টের মাধ্যমে উনাদের এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ফারুক। এ সময় সাথে ছিলাম স্থানীয় পুলিশ প্রশাসন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ সাদিয়া ইসলাম সীমা এবং মোঃ মেহেদী হাসান ফারুক সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানান এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক সহ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত আইন ২০১০) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দেন। এছাড়াও বলেন উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply