জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ দেশদ্রোহী সন্ত্রাসী সংগঠন ‘ইসকন’ কর্তৃক সারাদেশে অরাজকতা, জাতীয় পতাকা অবমাননা দেশবিরোধী অপপ্রচার, আইনজীবি হত্যা এবং ভারতে বাংলাদেশী দূতাবাসে নগ্ন হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। শুক্রবার (৬ই ডিসেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাস ও বৈষম্যবিরোধী আন্দোলন এবং সর্বস্তরের শান্তিপ্রিয় দেশপ্রেমিক জাগ্রত জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদ গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিবাদ সমাবেশে রহিম উল্ল্যার সঞ্চালনায় কাজীপাড়া জামে মসজিদের ঈমাম মুফতি আলমগীর হাবিব ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুন অর রশিদ বক্তব্য রাখেন। সম্প্রতি চট্টগ্রাম আদালতে ইসকন কর্তৃক ঘটে যাওয়া সন্ত্রাসী ঘটনার বর্ণনা দিয়ে ইসকন কে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে বক্তারা বলেন,ইতিপূর্বে পার্বত্য বান্দরবানে ঘটে যাওয়া ব্যাংক ডাকাতি ও ইসকনের সন্ত্রাসী কার্যক্রম একই সূত্রে গাঁথা। বিশ্বের অনেক গুলো দেশে ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। সমাবেশ থেকে বাংলাদেশেও মন্ত্রাসী সংগঠন ইসকন কে বন্ধের দাবি জানান বক্তারা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রহিম উল্ল্যার সঞ্চালনায়পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাস ও বৈষম্যবিরোধী আন্দোলন এবং সর্বস্তরের শান্তিপ্রিয় দেশপ্রেমিক জাগ্রত জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল টি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদ গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন কাজিপাড়া মসজিদের ঈমাম মুফতি আলমগীর হাবিব ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুন অর রশিদ।ক্ষ কাজী সলিম উল্ল্যা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, বাংলাদেশ জামায়েত ইসলামি মাটিরাঙ্গা উপজেলা সেক্রেটারি মো.আব্দুল জলিল,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মো.নুরুল ইসলাম, হেফাজত ইসলামির মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি মাও:মো:আক্তারুজ্জামান ফারুকি, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি মো.বাদশা মিয়া, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর মো.নুরুল আমিন নুরু, বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের মাটিরাঙ্গা প্রতিনিধি রকি, সহ রাজনৈতিক, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের পেশ-ইমাম হাফেজ মাওলানা হারুন অর রশিদ।
Leave a Reply