আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ৪ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। ৩ জানুয়ারী-২০২৫ ইং শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে এ কম্বল বিতরন করা হয়। আকিজ মনোয়ারা ট্রাস্টের সহায়তায় ও আলোকিত ইসলাম একাডেমির ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাংবাদিক আবু সায়েম আকন, সাংবাদিক খলিলুর রহমান, সাংবাদিক মেহেদি হাসান জসিম, সাংবাদিক নেয়ামুল আহসান হিরন ও আলোকিত ইসলামী একাডেমির পক্ষে সাইদুল ইসলাম আজাদ প্রমুখ। আলোকিত ইসলামিক একাডেমীর প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান বলেন, রাজাপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে কম্বল বিতরণের সহযোগিতা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আকিজ মনোয়ারা ট্রাস্ট-কে যাদের সহযোগিতায় ৪ শতাধিক শীতে কষ্ট করা মানুষেরা কম্বল পেয়েছেন। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকে সেজন্যও সকলের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply