ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ–খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার শিক্ষার্থী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুলবাড়ি গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ওবাইদুল্লাহ, গালিব রাহাত ও শেখ মুজাহিদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (TE) বিভাগের মোহন। তাঁদের সবাইকে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে খাবারের জন্য ফুলবাড়ি গেটে গিয়েছিলেন চার শিক্ষার্থী। এ সময় বাসস্ট্যান্ড মোড়ে ১২-১৫ জন সন্ত্রাসী তাঁদের ঘিরে ধরে এবং “ভিসি মাছুদকে কেন নামাইছিস” বলে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে শিক্ষার্থীদের হাত-পায়ে মারাত্মক আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, আহতরা সবাই ১৯ ব্যাচের শিক্ষার্থী। তাঁরা এখন মেডিকেলে চিকিৎসাধীন। হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে আন্দোলন চলাকালে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করে। হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে যান। শেষ পর্যন্ত উপাচার্য ও সহ–উপাচার্যকে অব্যাহতি দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এখনও শিক্ষার্থীদের দাবি-দাওয়া ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply