এখন অপেক্ষা-পর্যবেক্ষণ ছাড়া কিছু করার নেই, কর্মীদের বলছেন আ.লীগ নেতারা
প্রকাশিত :
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
১৫৫
বার পাঠ করা হয়েছে
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পেরোলো। এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি দলটির নেতাকর্মীরা।
প্রায় সব নেতাকর্মীই এখনো আত্মগোপনে। এর মধ্যে আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের দু-একজন নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন কিছু কর্মী। যার সঙ্গেই আলাপ হচ্ছে, তাকেই আপাতত অপেক্ষা ও পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন ওই নেতারা।
wla0bd
eokdix
ld1hqd