1. admin@pressbd.online : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ৩১ দফা দাবি বাস্তবায়নে তারেক রহমানের নির্দেশনায় মুছাপুর ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত  মাটিরাঙ্গা মাহা সাংগ্রাই উপলক্ষ্যে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন সেনহাটী ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বি এন পি দ্বি-বার্ষিক সম্মেলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রূপগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ ॥ লিফলেট বিতরণ হিলি দিয়ে ২.৬৭ লাখ মেট্রিক টন চাল আমদানি শেষে বন্ধ হচ্ছে দ্বিতীয় দফা চাল আমদানি  মাটিরাঙ্গায় মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরন ইসলামাবাদে ভূয়া পিতা সাজিয়ে রোহিঙ্গা জন্ম নিবন্ধন  রূপগঞ্জে বিষ্ফোরক মামলায় কামরুজ্জামান হিরার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে আবেদন, শুনানি ২০এপ্রিল বিয়ের ফাঁদে ফেলে একাধিক পুরুষকে নিঃস্ব করেছেন সালমা সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জে হয়রানীর প্রতিবাদে শতাধিক ঘের ব্যবসায়ীদের মানববন্ধন

ফুলপুরে ৬ ইউনিয়নে নবনিযুক্ত প্রশাসকের ১ম কর্মদিবস, পরিদর্শন ইউএনও’র

  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পাঠ করা হয়েছে

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬ ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসকের প্রথম কর্মদিবস ২৪শে নভেম্বর রবিবারেই ২টি ইউনিয়ন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম এবং ইউপি সদস্য সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সচিবদের সাথে মতবিনিময় করেন। এ সময় সাথে ছিলেন উপজেলা পিআইও অফিসার আশীষ কর্মকার। ইউএনও সাদিয়া ইসলাম সীমা জানান, ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয়ের আদেশের মাধ্যমে ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৬ চেয়ারম্যান অপসারিত হওয়ায় সরকারি আদেশের পর প্রশাসক হিসেবে দায়িত্বভার রবিবার থেকে ১নং ছনধরা ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান, ৩ নং ভাইটকান্দি ইউনিয়ন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ এস এম আনোয়ার হোসেন, ৪ নং সিংহেশ্বর ইউনিয়ন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রেজ্জাক, ৫ নং ফুলপুর সদর ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফারুক খান ৮ নং রূপসী ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু ও ৯ নং বালিয়া ইউনিয়নে উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ চন্দ্র সুত্রধর পালন করছেন। আমি রবিবার বালিয়া এবং রুপসী তে গিয়েছি। পর্যায়ক্রমে যাবো সবগুলোতে এবং সকলের সাথে মতবিনিময় করব। উল্লেখ্য, আওয়ামী লীগের টিকিটে নৌকা প্রতীকে বিজয়ী এবং আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত এই জনপ্রতিনিধিরা ৫ আগস্টের পর ইউপি কার্যালয়ে নিয়মিত না যাওয়ায় তাঁদের স্থলে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২০ নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের জেলা প্রশাসক এক অফিস আদেশের মাধ্যমে এ দায়িত্ব পরিবর্তন করেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ধারা ১০১ ও ১০২ অনুসারে ফুলপুরে উপজেলার ১০টি ইউপির মধ্যে ৬টিতে কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে গত ১০ নভেম্বর তারাকান্দার উপজেলার ১০টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি