জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ বিতরণ এবং গরীব পরিবারকে ঘর তৈরির জন্য টিন বিতরণসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) যামিনীপাড়া জোনের উদ্যােগে ২৩ বিজিবি যামিনীপাড়া জোনের আওতায় দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ বিভিন্ন অনুদান প্রদান করেন যামিনী পাড়া ২৩ বিজিবি জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি।জোনের আওতাধীন দুস্থ ও অসহায় লক্ষী রানী ত্রিপুরাকে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে। তার আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ২ বান ঢেউটিন অনুদান দেয়া হয়। দায়িত্বপূর্ণ এলাকার সিংহপাড়া শাহ্ সূফি আঃ গণি হাফেজিয়া মাদ্রাসার ঘর নির্মানের জন্য ০২ বান ঢেউটিন অনুদান দেয়া হয়। লক্ষী নারায়ণ মন্দির সংস্কারের জন্য বিরন জয় ত্রিপুরা ও শ্রী মনি ত্রিপুরার আবেদনের প্রেক্ষিতে ১০,০০০/- নগদ প্রদানসহ আওতাধীন এলাকার দুস্থ ও অসহায় তবলছড়ি ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্রছাত্রীদের ১ম ও ২য় বর্ষ এবং দাখিল পরীক্ষার ফরম ফিলআপ ফি, মুসলিমপাড়া এলাকার আলমগীর হোসেনকে ০১ সেট ব্যাডমিন্টন খেলার সামগ্রী বিতরণ এবং শেলী আক্তার, পিতা-মোঃ পিয়ারু এর মেয়ের বিবাহের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। যামিনীপাড়া বেলাল পোষ্ট জামে মসজিদের অযুখানা সংস্কার বাবদ নগদ আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও আওতাধীন এলাকার ০৪ জন পাহাড়ি ও ০৩ জন বাঙালি দুস্থ ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ ০২ জন বাঙালি অসুস্থ ব্যক্তির চিকিৎসা জন্য মোট ২৩,০০০/- টাকা নগদ প্রদান করা হয়। যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৫০,০০০/- টাকা অনুদান দেয়া হয়। প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ০৬ টি মাদ্রাসায় ৪৫০ কেজি চাল বিতরণ করেন। মোট ১,৫৬,৩০০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ৯২১ জন (পাহাড়ি-১৫৯ জন এবং বাঙালি-৭৬২ জন)
জসীম উদ্দিন জয়নাল
পার্বত্যাঞ্চল প্রতিনিধি
তাং-১১.১২.২০২৪ইং
Leave a Reply