তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ঢাকার টঙ্গী বিশ্ব ইজতিমা ময়দানে গত ১৮ ডিসেম্বর বুধবার দিবাগত ভোর রাতে নিরস্ত্র নামাজরত তাবলীগের সাথী ও মাদরাসার ছাত্র শিক্ষকদের উপর সাদপন্থীদের হামলায় ৪ জন হত্যা ও অগণিত সাথী আহতের ঘটনার প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িত সকল সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে ২০শে ডিসেম্বর শুক্রবার বাদ জুমা সোয়া ২টার দিকে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহীদী জনতার উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্জুমান সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ গেট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফিরে গোল চত্বর, বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা ব্রিজ ও হাসপাতাল হয়ে বালিয়া মোড় পর্যন্ত যায়। বালিয়া মোড় থেকে ফিরে পুনরায় আঞ্জুমান সুপার মার্কেটের সামনে এসে পথসভায় মিলিত হয় বিক্ষোভ মিছিলটি। এসময় মাওলানা উবায়দুল্লাহ সাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা মুহিউদ্দীন, মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, মাওলানা আবু রায়হান, মাওলানা আতাউল্লাহ, মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাওলানা আবুল বাশার, টঙ্গী ময়দানে আহত সাথী রহমত আলী সজিব প্রমুখ।
Leave a Reply