সায়মন সরওয়ার কায়েম ঈদগাঁও প্রতিনিধি: ঈদগাঁও উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ইসলামাবাদ ইউনিয়ন ইউছুপের খীল রাস্তা মাথা থেকে বৈধ কাগজপত্র না থাকায় ২৫০.গনফুট গোল কাট জব্দ ও ১টি করাতকল উচ্ছেদ করেছে। গত সোমবার ২৭ জানুয়ারি নির্বাহী অফিসার ঈদগাঁও এর নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফুলছড়ি রেঞ্জ এর সহযোগিতায় ঈদগাঁও বাজারস্থ বাশঁঘাটা নামক এলাকায় অবৈধভাবে স্থাপিত করাত কলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে করাতকল ও সকল যন্ত্রাংশ উচ্ছেদ করেন এবং বিপুল পরিমানে বিভিন্ন প্রজাতির বনজ দ্রব্য আনুমানিক ২৫০.০ ঘনফুট গোলকাঠ জব্দ করে ভোমরিয়াঘোনা বিট অফিস হেফাজতে সংরক্ষন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মুমিনুর রহমান, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান দিপ্ত, থানা পুলিশ ও বন বিভাগের ফরেস্টার গণ উপস্থিত ছিলেন। উচ্ছেদকৃত করাতকলে কোন প্রকার লাইসেন্স কিংবা অনুমোদনের কাগজপত্র ছিল না বলে জানিয়েছেন বন বিভাগ। স্থানীয়রা জানিয়েছেন , দীর্ঘদিন ধরে সঙ্গবদ্ধ সিন্ডিকেট উপজেলার বিভিন্ন জায়গাতে লাইসেন্সবিহীন অবৈধ করাতকল স্থাপন করে গাছ চিরাই করে আসছিল। ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মুবিনুর রহমান জানান, ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা এলাকা থেকে ১ টি করাত কল উচ্ছেদ করা হয়। রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে , নিয়মিত টহল চলাকালে করাতকল গুলো নজরে আছে ।উক্ত অভিযানের প্রেক্ষিতে আইনি প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা।
Leave a Reply