পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: গাজীপুরে একটি মসজিদের খতিব সাবেক সেনানেতা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে পটিয়ায় ২৯ এপ্রির, মঙ্গলবার বিকালে থানার মোড় চত্বরে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আহলে সুন্নত ওয়াল জামাত,ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা পটিয়া উপজেলার আয়োজনে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি পটিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটিয়া মডেল মসজিদ সংলগ্ন মহাসড়ক ২০ মিনিট অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলার সহ-সভাপতি আখতার হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহমদ আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আলী হোসাইন। বক্তব্য রাখেন শামুনুর রশীদ আমিরী, মৌলানা ইউছুফ জিলানী, এম বেলাল উদ্দিন, আবুল কালাম, জামাল উদ্দিন রাব্বানি, মাওলানা মহিউদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন, জয়নাল আবেদীন, খোরশেদ আলম, কাজী ইলিয়াছ, যুবনেতা খাইরুল বশর, মহিউদ্দিন, দেলোয়ার হোসেন, আনিসুল রহমান, সাবেক ছাত্রনেতা জমির উদ্দিন, গোলাম সরোয়ার, মুহাম্মদ সাইফুদ্দীন, মে’রাজ রেজা কাদেরী, মোজাম্মেল হক, মো: আলিম, আজাদ হোসাইন, সাজ্জাদ হোসাইন, আরিফুল ইসলাম, হেলাল উদ্দিন, রায়হান উদ্দিন, আবু সুফিয়ান প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন সাবেক সেনানেতা মৌলনা রইস উদ্দিন একজন জনপ্রিয় পরিছন্ন ভালো মানুষ ছিলেন। তার জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে কু-খ্যাত রাজাকারের দল মৌলনা রইস উদ্দিনকে নিমর্মভাবে হত্যা করে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রত সময়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। অন্যতায় আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার ব্যর্থ হলে করতালের মত কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
Leave a Reply