ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ–খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আয়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব মাঠে শুক্রবার ৩১ জানুয়ারি সকালে দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে এবং প্রধান অতিথি মোঃ ফারুক হোসেন কাস্টমস কর্মকর্তা ও ক্রীড়া অনুরাগীর উপস্থিতিতে আলহাজ্ব মোল্যা মিজানুর রহমান কর্তৃক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়। তারা এ সময় বেলুন, ফেস্টুন এবং পায়রা উড়িয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন ২০২৫ এর উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদ আলী খান সবুজ, মোঃ সজল খান এবং মোঃ আকিদুল শরীফ। ক্রীড়া প্রতিযোগিতার প্রারম্ভে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের অভিবাদন জানান এবং শপথ গ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষক বৃন্দের শ্রুতি মধুর কন্ঠে উপস্থাপনের মধ্য দিয়ে ২৬ টি ইভেন্টের মাধ্যমে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্টে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ছরোয়ার হোসেন বিদ্যালয়ের সকল ছাত্রী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও সুধীবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করেন। এছাড়া বক্তব্য পেশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ফারুক হোসেনসহ আরো কয়েকজন সুধীজন। উক্ত অনুষ্ঠানে ১০০০ এর বেশি লোক উপস্থিত ছিলেন। যার মধ্যে গাজী জাকির হোসেন, বিশ্বাস আঃ হাই, সোহেল পারভেজ কাকন, জুয়েল বিশ্বাস, সাইফুল আলম সানি, শেখ ফরিদ হোসেন, তৈয়ব মোল্যা, সবুজ শেখ এর নাম উল্লেখযোগ্য। এছাড়াও এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানের সভাপতি দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষন করেন।
Leave a Reply