আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র রংপুর জেলা নেতৃবৃন্দ ও তারাগঞ্জ উপজেলা সংগঠকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় তারাগঞ্জ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করে তারাগঞ্জ উপজেলা সংগঠক এম এম বি স্বপন আলী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় সংগঠক মোঃ হাফিজুর রহমান, এনসিপি’র রংপুর জেলা সংগঠক শেখ রেজওয়ান, এম আই সুমন, রংপুর মহানগর সংগঠক আলমগীর কবির ও উপজেলা সংগঠকবৃন্দ। সভায় এনসিপি’র কেন্দ্রীয় সার্কুলার অনুযায়ী উপজেলা শাখা গঠনকে সামনে নিয়ে প্রত্যেক উপজেলায় সফর ও মতবিনিময় সভার আয়োজন , প্রতিটি উপজেলায় মিছিল ও সমাবেশ আয়োজন করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতের খুনিদের বিচারের দাবি জানানো, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সভা, আসন্ন মে দিবসে র্যালি বের করা ও শহীদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিতসহ গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। এছাড়াও প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিবাদ আওয়ামিলীগের বিচারসহ দলের ঘোষিত অঙ্গীকার ও জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
Leave a Reply