মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক মহেশখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৭১ সদস্য বিশিষ্ট মহেশখালী উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কক্সবাজার জেলা শ্রমিকদল। ১১ ডিসেম্বর রোজ মঙ্গলবার কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন কমিটির অনুমোদন দেন। তাদের স্বাক্ষরিত কক্সবাজার জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক খাইরুল আমিন হিরো কর্তৃক প্রেরিত একবার্তায় উক্ত কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত হয়েছেন মহেশখালী উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ। এই কমিটিতে মোহাম্মদ শাহাব উদ্দিনকে সভাপতি, মোহাম্মদ সেলিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও নুরুল আবছার ও মোহাম্মদ সোহেল উদ্দীন কে সহ সভাপতি এবং কাওছারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটি অনুমোদনের পর এক প্রতিক্রিয়ায় মহেশখালী উপজেলা শ্রমিকদলের নব নিযুক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন- ৭১ সদস্য বিশিষ্ট মহেশখালী উপজেলা শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জিয়ার আর্দশের সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন। এবং আগামী নির্বাচনে দল মত নির্বিশেষে ধানের শীষ মার্কাকে জয় করে বিএনপিকে পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনতে মাঠে ময়দানে কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
Leave a Reply