1. admin@pressbd.online : admin :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামপুরে জয়বাংলা নামক ফেসবুক পেইজ থেকে অপপ্রচার থানায় সাধারণ ডাইরি ঈদগাঁওতে বীরমুক্তিযোদ্ধাদের নতুন প্রতিনিধি ঢাকার হাতিরঝিলে বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫ অনুষ্ঠিত দিঘলিয়ায় ইসলামী আন্দলোন এর নবগঠিত কমিটির পরিচিতি ও তারবিয়াত অনুষ্ঠান  বান্দরবানে গোসল করতে গিয়ে ২ মাদ্রাসা-ছাত্রীর মৃত্যু  অন্ধকার কেটে যাবে  আলো’র অপেক্ষাই ফুলপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  খুলনা জেলার ১৪৩ বছর পূর্তি অনুষ্ঠানে পুলিশ কমিশনার বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর থেকে ইয়াবা ও ট্যাপেন্টডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারি র‍্যাব ৫ এর হাতে আটক  দিনাজপুরে অনুষ্ঠিত হলো ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা – ২০২৫’

শ্যামপুরে জয়বাংলা নামক ফেসবুক পেইজ থেকে অপপ্রচার থানায় সাধারণ ডাইরি

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২২ বার পাঠ করা হয়েছে

মো:হা-মীম সিটি রিপোর্টার: জযবাংলা নামক ফেসবুক পেইজ থেকে তার বিরুদ্ধে অসত্য ও অপপ্রচারের ছড়ানোর অভিযোগ এনে কদমতলী থানায় ২৪/০৪/২০২৫ বৃহস্পতিবার,সাইবার আইনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফাহিম আহমেদ সজল বৃহস্পতিবার নিজে উপস্থিত হয়ে এ জিডি করেন তিনি। যাহারা জিডি নাম্বার ১৬১৫। ফাহিম আহমেদ সজল তিনি রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন কদমতলী থানাধীন ৫৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। জিডির সূত্র ধরে জানা গেছে, ২৪/৪/২০২৫ ইং তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় আমি কদমতলী থানাধীন শ্যামপুর পালপাড়া মন্দিরের সানে জাড়া বাসায় থাকাকালীন সময়ে হঠাৎ আমার ফেইসবুক আইডিতে (Md Sajal) ঢুকে দেখতে পাই “জয়বাংলা ” নামক একটি পেইজ হতে সাচার https://www.facebook.com/profile.php?id=61550119473703) আমার নামে ভুয়া মেজিস্ট্রেট সংক্রান্তে এবং মাদক সংক্রান্তে বিভিন্ন অপাচারসহ চালায় যাতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির এমন আচরণে আমি বিব্রতকর অবস্থার মধ্যে আছি। তামি বিভিন্ন ভাবে চেষ্টা করিয়াও উক্ত অপপ্রচার কারীর পরিচয় সনাক্ত করিতে ব্যর্থ হই। উল্লেখ্য যে, এই বিষয়ে সুনিদ্রিষ্ট তথ্য উপাত্ত না থাকায়। আপাদত বিষয়টি সাধারাণ ডাইরীভুক্ত করিয়া রাখা প্রয়োজন। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে/ প্রয়োজন সাপেক্ষে মামলা করার জন্য গুণগা মামলা করার জন্য আবেদন করা হবে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখেন বলে জানায়। আইন প্রক্রিয়ায় মাধ্যমে এ অপপ্রচারে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান ফাহিম আহমেদ সজল। কদমতলী থানার এসআই মো:হাসান কবির জানান, ফাহিম আহমেদ সজল এর বিরুদ্ধে জয় বাংলা ফেসবুক পেজ থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের সাইবার ইউনিটির মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি