আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:-সকল দল, মত, ধর্ম-বর্ণের মেল-বন্ধনই আমাদের লক্ষ্য“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে রাজাপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পি এফজির) সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩ দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে এই প্রত্যয় ব্যক্ত করেন সকল অংশগ্রহণকারিরা, সে লক্ষে তারা আচরন বিধি এবং পরিকল্পনা প্রণয়ন করেন। উল্লেখ্য পিএফজি’র সক্ষমতা বৃদ্ধির লক্ষে ”দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় এফসিডিও’র অর্থায়নে ২৬ থেকে ২৮ এপ্রিল ২০২৫ তিন দিন ব্যাপী খুলনার সিএসএস (আভা) সেন্টারে পিস ফ্যসিলিটেটর ব্যাসিক (পিএফবিটি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শেষে তারা এই অভিমত ব্যক্ত করেন যে, এমআইপিএস প্রকল্পের মতে শান্তি পূর্ণ পরিবেশ তৈরী এবং মানবিক সমাজ গঠনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সমাজে মানুষের মাঝে সৌহার্দ্য পূর্ণ পরিবেশের অভাব রয়েছে । যার ফলে সমাজের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়, বিশেষত রাজতৈকি, ধর্মীয় ও জাতিগত বিবেধ, দ্বন্দ্ব নিরসনকে এই প্রশিক্ষণে প্রাধান্য দেয়া হয়। আবাসিক এই প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর খুলনা অঞ্চলের রিজওনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান, ট্রেনিং অফিসার তনুজা কামাল, এরিয়া কো-অর্ডিনেটর এস. এম. রাজু জবেদ এবং এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদ্দুজামান পনির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন, পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, পিএফজি আ্যম্বাসেডর ও জাতীয় পার্টির উপজেলা সভাপতি কামরুল ইসলাম দুলাল, পিএফজি আ্যম্বাসেডর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর শাখার সহ-সভাপতি মো: রুম্মান গাজী, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর পুরোহিত কমিটির সহ-সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী, ইমাম মওলানা আবু হানিফ, পিএফজি সদস্য ও সাবেক ইউপি মেম্বার বিটিভির কণ্ঠশিল্পী মোসা: ছালমা বেগম, মেম্বার লাভলী আক্তার, সাংবাদিক কারুল রানা, সমাজকর্মী শামসুন নাহার, আশ্রীতা অধিকারী, অঞ্জলি বিশ্বাস ও সাবিনা ইয়াসমিন সহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মিয় নেতা, শিক্ষক এবং সুশিল সমাজের গুরুত্বপূর্ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হয় তার মধ্যে অন্যতম ছিলো সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ, দ্বন্দ্ব ও সহিংসতা নিরসন, নারীদের ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়ন। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির উদ্যোগে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারন করে রাজাপুর উপজেলাতে সকল জনগণকে সাথে নিয়ে আগামিতে কাজ করার ত্রৈমাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
Leave a Reply