মোঃ সারোয়ার হোসেন অপু বিশেষ প্রতিনিধি নওগাঁ: জানা যায়,২৮ শে এপ্রিল সোমবার জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ইস্পাহানী ইসলামী চক্ষু ইন্সটিটিউট নওগাঁর এর পরিচালনায় ১ দিনের ফ্রী চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অুনুষ্ঠানটি সকাল ১০ ঘটিকায় আধাইপুর ইউপির চেয়ারম্যান এ কে ম রেজাউল কবীর( পল্টন) উপস্থিত থেকে উদ্বোধন করেন। উক্ত ক্যাম্পটিতে ১৮৬ জন রোগীকে ফ্রী চক্ষু সেবা প্রদান করা হয় এবং এরমধ্যে ১৬ জন বাছাইকৃত রোগীকে ফ্রী ছানি অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামি চক্ষু ইন্সটিটিউট নওগাঁয় নিয়ে যাওয়া হয়। কর্মসূচীর (সমৃদ্ধি কর্মসূচী দাবীর) সমন্বয়কারী মোসাঃ মনোয়ারা বেগমের সভাপতিত্বে উক্ত ক্যাম্পটিতে উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারী সমন্বয়কারী মোঃ তারিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা সুরভী আক্তার সহ ৯ জন হেলথ ভেলেনটিয়ার, ডাঃ জান্নাতুল নাঈম (সিয়াম) মেডিকেল অফিসার, ইস্পাহানী ইসলামী চক্ষু ইন্সটিটিউট নওগাঁ এবং অলোক কুমার আ্যসিস্ট্যান্ট ক্যাম্প অর্গানাইজার, ইস্পাহানী ইসলামী চক্ষু ইন্সটিটিউট নওগাঁ। এই মহৎ উদ্যোগটি সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও আধাইপুর ইউনিয়ন বাসী।
Leave a Reply