মো. ইসমাইলুল করিম স্টাফ রিপোর্টার : পিছিয়ে পড়া সকল জাতি গোষ্ঠীর উন্নয়নে জেলা পর্যায়ে সরকারী বেসরকারী ও প্রথাগত হেডম্যান কারবারী অংশীজন সহ পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন পরিষদে সকল সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, ইউপি সদস্য বৃন্দরদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্প। গ্রাউস,পি আর এল সি প্রকল্প আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন আর্থিক সহযোগিতায় ইউরোপিয়ন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ফাইতং ইউনিয়ন পরিষদে হলরুম প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ফাইতং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্য ও ইউপি সদস্য মোহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইরের এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ইউপি সদস্য রাহাল চন্দ্র, নাজমুল ইসলাম মানিক, শাহেদা ইয়াছমিন শাহেদা, কৃষি অফিসার আনিসুর রহমান, বাপ্পী চক্রবর্তী অর্গানাইজার, উচয়ই মার্মা কমিউনিটি মোবিলাইজার, মাওয়াচিং মার্মা কমিউনিটি মোবিলাইজার, সাংবাদিক ইসমাইলুল করিম, পরিষদ অর্থ সচিব কামরুল,ফাইতং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্য, হেফি আক্তার, খাতিজা বেগম, আব্দুল হালিম’সহ সুশীল সমাজ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গন্মান্য ব্যক্তিবর্গ’সহ প্রমূখ। মতবিনিময় সভায় গ্রাউস,পি আর এল সি প্রকল্প প্রতিনিধি বাপ্পী চক্রবর্তী অর্গানাইজার বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক পরামর্শ ও বক্তব্য প্রদান করেন এবং সুশীল সমাজের ব্যক্তিদের কাছ থেকে মুক্ত আলোচনার মাধ্যমে মতামত গ্রহণ করেন। সেই সাথে উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলায় প্রদর্শনীর মাধ্যমেতাদের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।পরিশেষে লামা ও ফাইতং ইউনিয়নে উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা এর পাশাপাশি অন্যান্য সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানকে মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আন্তরিক আহ্বান জানান। উপস্থিত অনেকে এলাকার বিভিন্ন দুর্যোগ কথা তোলে ধরেন।
Leave a Reply