মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলা লক্ষ্যারচর ইউনিয়নে প্রায় এক যুগ আগে নির্মিত কক্সবাজার জেলা পরিষদের জায়গায় আওয়ামী লীগের কার্যালয় ও সামনের শহীদ মিনার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। (২০নভেম্বর) চকরিয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন ও সহকারি কমিশনার (ভূমি) নেতৃত্বে এসব স্থাপনা বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে জেলা পরিষদের জায়গা দখলমুক্ত করা হয়। এই অভিযানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন, থানার একদল পুলিশসহ বেশকিছু শ্রমিক। উপজেলা লক্ষ্যারচর মৌজায় বিএস ৭ নম্বর খতিয়ানে দুই দাগে ৪০ শতক জমির মালিক কক্সবাজার জেলা পরিষদ। বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি চক্র সেই জমিতে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করে দখলে নেয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. এরফান উদ্দিন জানান, জেলা পরিষদের নির্দেশনায় অবৈধভাবে নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দিয়ে বিপুল পরিমাণ জায়গা দখলমুক্ত করা হয়েছে। সরকারি জায়গা উদ্ধারে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply